নিজাম নুর জামালগঞ্জ থেকে :
এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি বলেন, প্রতিবন্ধীরা প্রিয়জনদের ভালোবাসতে ও তাদের কাছ থেকে ভালোবাসা পেতে চায়। দেশের সকল ক্ষেত্রেই প্রতিবন্ধীরা সমাজের বিভিন্ন সুবিধা পেয়ে হয়ে আসছে। প্রতিবন্ধী শিশুরা সুস্থ ও স্বাভাবিক শিশুদের মতো অন্যান্য সকল সুবিধার পাশাপাশি উপযুক্ত শিক্ষার সুযোগ পায় না বলে ক্রমান্বয়ে তারা স্বাভাবিক জীবন থেকে দূরে সরে যায়। ফলে তারা পরিবার, সমাজ তথা নিজের কাছে বোঝা হিসেবে পরিগণিত হয়। উপযুক্ত শিক্ষা ও সুযোগের অভাবে তারা না পারে নিজের জন্য কিছু করতে, না পারে পরিবার বা সমাজকে কিছু দিতে।
প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের সার্বিক অবস্থার উন্নয়নে কাজ করছেন। দেশের অন্যান্য নাগরিকদের মতো যোগ্য করে তুলার জন্য বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছেন। তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের জন্য আরও বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছেন, নিচ্ছেন এবং নেবেন। প্রতিবন্ধীরা এখন আর কারো বোঝা নয়।
গতকাল ৪ মার্চ বিকালে জামালগঞ্জ উপজেলায় ভীমখালী ইউনিয়নের মানিগাঁও গ্রামে জামালগঞ্জ সূর্যমুখী প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে, গাছ ও শীতবস্ত্র বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্কুলের সভাপতি শাহ মোঃ আবুল কাশেম’র সভাপতিত্বে প্রধান শিক্ষক খাদিজা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানি আফিন্দী রাজু। আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, ভীমখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ইউপি সদস্য তহুর আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম, শিক্ষক দিবাকর পুরকায়স্থ প্রমুখ।