মডেল হাইস্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে বিভাগীয় কমিশনার ॥ শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় অংশগ্রহণ অনিবার্য

20
মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি।

সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি বলেছেন, শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় অংশ গ্রহণ করা অনিবার্য। লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে খেলাধূলায় অংশ গ্রহণ করতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক এ যুগে টিকে থাকতে ও মেধার বিকাশ ঘটাতে বেশি বেশি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হবে। তিনি বলেন, শুধু জিপি-৫ অর্জন করলে চলবে না, ইচ্ছার প্রতিফলন ঘটাতে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।
বিভাগীয় কমিশনার গতকাল বুধবার সকালে সিলেট নগরীর মিরাবাজারস্থ মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মডেল হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মজিদুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, সীমান্তিক টিচার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, সিসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর শওকত আমীন তৌহিদ, গ্রামার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কানিজ হাজেরা সেলিনা, কুলাউড়া ডিগ্রি কলেজের (অব:) প্রফেসর মোছাম্মাৎ ফরিদা বেগম।
মডেল হাইস্কুলে প্রধান শিক্ষক মোছাম্মৎ পিয়ারা বেগমের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সেলিম আহমদ ও ক্রীড়া শিক্ষক ইমাদ উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এ.কে আজাদ চৌধুরী। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মিজানুর রহমান, সুকুমার চন্দ্র সূত্রধর, জাকিয়া বেগম, ছয়ফুল ইসলাম, খালেদা খাতুন, আলমগীর হোসেন, মাহমুদ আলী, রুনা চৌধুরী প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেণির ছাত্র হাফিজ মিজানুর রহমান।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। বিজ্ঞপ্তি