কে.এম.লিমন গোয়াইনঘাট থেকে :
সৌদি আরবের জিজান প্রদেশের শামতা এলাকায় এক রেমিটেন্স যোদ্ধা কামাল উদ্দিন (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সৌদি আরবে জিজান জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। কামাল উদ্দিনের বাড়ী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের দেওয়ানেরগাঁও গ্রামে। ব্যক্তিগত জীবনে তার ১ স্ত্রী ও ১ কন্যা ২ ছেলে সন্তান রয়েছে। প্রবাসী কামাল উদ্দিনের ভাতিজা ফখরুল ইসলাম সুমন জানান, একমাস পর দেশে আসার কথা ছিলো তার চাচার। কয়েক বছর আগে ছুটি কাটিয়ে সৌদি আরবে ফিরেন। শনিবার হঠাৎ বুকে ব্যথা উঠলে স্থানীয় প্রবাসীরা তাকে শামতা হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিক ভাবে কামালকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রবাসী কামাল উদ্দিনের ভাতিজা আরও জানান, কামাল উদ্দিন প্রায় ১৯ বছর ধরে সৌদি আরবের জিজান প্রদেশের শামতা এলাকায় একটি কোম্পানিতে ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। কামালের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে একটি সূত্র। কামাল উদ্দিনের মৃত্যুর খবর শোনার পর তার দেশের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।