স্পোর্টস ডেস্ক :
প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। সিরিজ বাঁচানোর
লড়াইয়ে আরও বিপর্যস্ত টিম টাইগার্স। দুইবার ব্যাটিং করেও ঢাকতে পারল না ২৫৪ রানের হারের লজ্জা। তৃতীয় দিনের অর্ধেক সময় পার হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকার জয় ইনিংস ও ২৫৪ রানে।
রানের হিসেবে টেস্টে দক্ষিণ আফ্রিকার এটাই সবচেয়ে বড় জয়। এর আগে ২০০১ সালে কেপটাউন টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ২২৯ রানে জিতেছিল প্রোটিয়ারা।
প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের এমন দৃশ্য নতুন কিছু নয়। এ নিয়ে দুই দলের ১২ বারের দেখায় ৮ বারই ইনিংস ব্যবধানে হারল লাল-সবুজের পতাকাবাহীরা।
বাংলাদেশের সব আশা একাই ধুলিস্যাৎ করে দেন কাগিসো রাবাদা। সুইং, ইয়র্কার আর কাটারে টাইগারদের ব্যাটিং লাইন তছনছ করে দেন ২২ বছরের এই তরুণ পেসার। একাই শিকার করেন ৫ উইকেট। বাংলাদেশের পক্ষে দুইবার ব্যাটিং করে লিটন দাস করেন সর্বোচ্চ ৮৮ রান।
টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ৫৭৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রোটিয়া বোলারদের তোপে ১৪৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে অনুমিতভাবেই টাইগারদের ফলোঅনে পাঠায় স্বাগতিকরা। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে আবারও প্রোটিয়া বোলারদের সামনে অসহায় বাংলাদেশ।
১০০ রানের আগেই প্রথম সারির চার ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে। পঞ্চম উইকেটে লিটন-মাহমুদউল্লাহ মিলে ব্যবধান কিছুটা কমান। দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৪৩ রান। রিয়াদের ব্যাট থেকেও এসেছে সমান ৪৩ রান। এরপর আর কেউই উইকেটে থিতু হতে পারেননি। শেষ পর্যন্ত ১৭২ রানেই অলআউট বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১২০ ওভারে ৫৭৩ ডি.(এলগার ১১৩, মারক্রাম ১৪৩, আমলা ১৩২, বাভুমা ৭, ডু প্লেসি ১৩৫*, ডি কক ২৮*; মোস্তাফিজ ০/১১৩, শুভাশিস ৩/১১৮, রুবেল ১/১১৩, সৌম্য ০/২১, তাইজুল ০/১৪৫, মাহমুদউল্লাহ ০/৩৫, মুমিনুল ০/৬, সাব্বির ০/১৬)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪২.৫ ওভারে ১৪৭ (ইমরুল ২৬, সৌম্য ৯, মুমিনুল ৪, মুশফিক ৭, মাহমুদউল্লাহ ৪, লিটন ৭০, সাব্বির ০, তাইজুল ১২, রুবেল ১০, মোস্তাফিজ ০, শুভাশিস ২*; রাবাদা ৫/৩৩, অলিভিয়ার ৩/৪০,পারনেল ১/৩৬, মহারাজ ১/৭, পেহলুকওয়ে ০/২৮)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (ফলোঅন): ৪২.৪ ওভারে ১৭২ (ইমরুল কায়েস ৩২, সৌম্য সরকার ৩,মুমিনুল ১১, মুশফিক ২৬, মাহমুদউল্লাহ ৪৩, লিটন ১৮, সাব্বির ৪, তাইজুল ২, রুবেল ৭, শুভাশিস ১২, মোস্তাফিজ ৭; রাবাদা ৫/৩০, অলিভিয়ার ১/৩৯, পেহলুকওয়ে ৩/৩৬)।
ফল: দক্ষিণ আফ্রিকা ২৫৪ রানে জয়ী।
সিরিজ: ২-০ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা।