এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল ভারত

9
AUCKLAND, NEW ZEALAND - FEBRUARY 08: Hamish Bennett of the Black Caps celebrates the wicket of Shreyas Iyer of India during game two of the One Day International Series between New Zealand and India at at Eden Park on February 08, 2020 in Auckland, New Zealand. (Photo by Hannah Peters/Getty Images)

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারল সফরকারী ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একই প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল কিউইরা।
শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ২২ রানে হারিয়েছে ভারতকে। প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে ম্যাচ জিতেছিল কিউইরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। পাশাপাশি ছয় বছর পর ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল কিউইরা।
অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের দেয়া ২৭৪ রান তাড়া করতে নেমে ৪৮.৩ ভারে ২৫১ রান করে অলআউট হয়ে যায় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন শ্রেয়াস আয়ার। ৪৫ রান করেন সাইনি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে বেনেট ২টি, টিম সাউদি ২টি, জেমিসন ২টি, গ্র্যান্ডহোম ২টি ও নিশাম ১টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৩ রান করে নিউজিল্যান্ড। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার গাপটিল। দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত থাকেন রস টেইলর।
ভারতীয় বোলারদের মধ্যে চাহাল ৩টি, শারদুল ঠাকুর ২টি ও জাদেজা ১টি করে উইকেট শিকার করেন। ব্যাট হাতে ২৫ রান করে অপরাজিত থাকার পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নিউজিল্যান্ডের কাইল জেমিসন। আগামী ১১ ফেব্রুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।