পরিত্যক্ত দুটি মোটরসাইকেলের মালিককে খুঁজছে পুলিশ

15
দীর্ঘদিন থেকে উদ্ধারকৃত মালিকবিহীন দুটি মোটরসাইকেল।

স্টাফ রিপোর্টার :
মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ দুটি মোটরসাইকেলের মালিককে খুঁজছে। দীর্ঘদিন ধরে এ মোটরসাইকেল দুটির প্রকৃত মালিকের সন্ধান করছে তারা।
এসএমপি জানিয়েছে, এয়ারপোর্ট থানায় ৬০১নং জিডিমূলে ২০১৭ সালের ১৫ আগস্ট পরিত্যক্ত অবস্থায় একটি সাদা ও নীল রংয়ের ইয়ামাহা মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নং- ১১-৫২৫৫, চেসিস নং-ME121CO11A2085808 এবং ইঞ্জিন নং-২১C1085901) উদ্ধার করেছিল পুলিশ। এছাড়া ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ২৬১নং জিডিমূলে একটি লাল রংয়ের অ্যাপাসি ১৫০ সিসি মোটরসাইকেল (রেজি. নং-১১-৯৮৯১, চেসিস নং- MD624HC1XD2A22822 এবং ইঞ্জিন নং- CID3068315) উদ্ধার করা হয়।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, দীর্ঘদিন ধরে খোঁজখবর নিয়ে মোটরসাইকেল দুটির কোনো প্রকৃত মালিককে পাওয়া যায়নি। বিআরটিএ কার্যালয়ে খোঁজ নিয়েও মোটরসাইকেল দুটির রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। এমতাবস্থায় মোটরসাইকেল দুটির প্রকৃত মালিককে এয়ারপোর্ট থানায় যোগাযোগ করার অনুরোধ করছি আমরা।