গোলাপগঞ্জে পরীক্ষার্থী ৫ হাজার ১ জন

18

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
আজ শুরু হচ্ছে এস এস সি ও সমমান পরীক্ষা। গোলাপগঞ্জে এবছর মোট ৫ ও হাজার ১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, গোলাপগঞ্জে এসএসসি ও মাদ্রাসা বোর্ডের (দাখিল) পরীক্ষায় মোট ৬টি কেন্দ্র ও ৬টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভোকেশনালে ৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ বছর ৬টি কেন্দ্র ও ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কেন্দ্র ও পরীক্ষার সংখ্যা হচ্ছে, গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজ ৭০৭, গোলাপ-২ ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ ৯৪০, গোলাপ-৩ আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ ২৭২, গোলাপ-৪ আল এমদাদ উচ্চ বিদ্যালয় ৯৩, গোলাপ-৫ ভাদেশ^র নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৯৫, ভাদেশ^র মডেল ফাজিল মাদ্রাসা ৩৪১। ভেন্যুগুলো ও পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ ৬৬০, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ৫৭৯, শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয় ২৫৯, বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ১৫৩, ছলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় ৪৩০, কৈলাশ শাহনুর দাখিল মাদ্রাসা ৩৩৭ জন পরীক্ষার্থী। সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগামী ২৭ ফেব্র“য়ারি পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল বলেন, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার সংখ্যা কিছুটা বেড়েছে। আমরা আশাবাদি গত বছরের তুলনায় এ বছর গোলাপগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আরো অনেক ভালো হবে।