শিক্ষার্থীদেরকে নৈতিক জ্ঞান সম্পন্ন ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যৎ গঠন করতে হবে – শিক্ষাবোর্ড চেয়ারম্যান

3

বর্তমান শিক্ষার্থীদেরকে নৈতিক জ্ঞান সম্পন্ন ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যৎ গঠন করতে হবে। অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করতে হবে। নতুন প্রজন্ম ফেসবুক মুখী হয়ে পড়েছে, তার থেকে ভালোটি গ্রহণ করতে হবে। মোবাইল ফোন শিক্ষার্থীদের মাঝে অধিক ব্যবহার যাতে না হয় সে দিকে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। গতকাল শনিবার বেলা ১১টায় সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ দোয়া মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে প্রধান অথিতি সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ মজিদুল ইসলাম এ কথা বলেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ খায়রুল আলম ও ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মোঃ খরম আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আবু আব্দুল্লা মোহাম্মদ ফজিলের তত্ত্বাবধায়নে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মাওঃ মোঃ ওলীউল্লাহ মথহুরী। বিজ্ঞপ্তি