শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন শক্তিশালী করুন – সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

23
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার মিছিল।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, মামুন বেপারি,চা শ্রমিক ফেডারেশনের নমিতা মোধি,রত্না বশাক, নির্মান শ্রমিক ফ্রন্টের মাহবুব হাওলদার, রুহিদ আহমদ, লিটন আহমদ প্রমুখ। বক্তারা জাতীয় ন্যূন্যতম মজুরি ১৮ হাজার টাকা ও চা শ্রমিকের দৈনিক মজুরি ৪শত টাকা করা, গণতান্ত্রিক শ্রম আইন, সিলেটে পূর্ণাঙ্গ শ্রম আদালত স্থাপনসহ শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন শক্তিশালী করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি