জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

22
জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ভোট প্রদান করছেন বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সমিতির নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্টার :
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক-২০২০ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির ২নং বার হলের দু’তলায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে চলে ভোটগণনা। এ বছর মোট ১৬৮১ জন ভোটার ছিলেন। এর মধ্যে ১৪০৮টি ভোট প্রয়োগ হয়েছে। এবার নির্বাচনে ২৬টি পদে ৫৬ জন প্রার্থী অংশ নেন।
এর মধ্যে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি (১) পদে ২জন, সহ-সভাপতি (২) পদে একজন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সম্পাদক (১) পদে ৪ জন, যুগ্ম সম্পাদক (২) পদে ৪ জন, সমাজ বিষয়ক সম্পাদক পদে ২ জন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে ৩ জন, লাইব্রেরী সম্পাদক পদে ২ জন, প্রধান নির্বাচন কমিশনার পদে ২ জন, সহকারী নির্বাচন কমিশনার ২টি পদে ৩ জন, সহ-সম্পাদক ৩টি পদে ৯ জন ও কার্যনির্বাহী কমিটির ১১টি সদস্য পদে ১৬ জন প্রার্থী লড়ছিলেন।
প্রার্থীরা হচ্ছে, সভাপতি পদে মিনহাজ উদ্দিন খান, অশেষ কর, কাজী আশরাফ উদ্দিন (ছাদ), এ.টি.এম.ফয়েজ উদ্দিন, সহ সভাপতি-১ পদে আব্দুল হাই কাইয়ুম, এ.কে.এম. ফখরুল ইসলাম, সহ সভাপতি-২ পদে মোঃ মখলিছুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান, ফজলুল হক সেলিম, বদরুল আহমদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক-১ পদে জাকিয়া জালাল, মোঃ এজাজ উদ্দিন, হুমায়ুন রশীদ সুয়েব, বিকাশ রঞ্জন অধিকারী ও যুগ্ম সম্পাদক-২ পদে মাসুদুর রহমান খান মুন্না, আল আসলাম মুমিন, সৈয়দ শাহজাহান, মুমিনুর রহমান টিটু, সমাজ বিষয়ক সম্পাদক পদে মোঃ মুমিনুল ইসলাম মুমিন ও মোঃ সেলিম মিয়া, সহ-সমাজ বিষয়ক পদে মোঃ আজমল হোসেন, আলা উদ্দিন, মোঃ মখসুদ আহমদ, লাইব্রেরি সম্পাদক পদে মনির উদ্দিন, মোঃ তানবীর আক্তার খান, প্রধান নির্বাচন কমিশনার পদে মোঃ আলীম উদ্দিন, মোঃ এমদাদুল হক, সহকারি নির্বাচন কমিশনার পদে মঈনুল হক, মোঃ লিয়াকত আলী ও শ্রী জয়জিৎ আচার্য ।
সহ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান, কবির আহমদ, রেদওয়ানুল ইসলাম, মোহাম্মদ মানিক উদ্দিন, মোঃ কাওছার আহমদ, আবু ফাহাদ, আরিফ আহমদ, মোবারক হোসেন, সুবল কান্তি পাল।
সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য পদে মোঃ আব্দুল মান্নান চৌধুরী, আব্দুল গফফার, প্রদীপ কুমার ভট্টাচার্য ,মোঃ রাজ উদ্দিন , আতিকুর রহমান, দিলীপ কুমার দাস চৌধুরী, এ.এস.এম. আব্দুল গফুর, মোঃ আব্দুল ওদুদ , দীনা ইয়াছমিন, খোকন কুমার দত্ত, মোঃ ওবায়দুর রহমান, জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন, জসীম উদ্দিন আহমদ, এম. মোর্তুজা আহমদ চৌধুরী, চৌধুরী আতাউর রহমান আযাদ, মোঃ মুহিবুর রহমান সেলিম।
এবছর সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনায় ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন নূর এবং সহকারি নির্বাচন কমিশনার মোহাম্মদ মখলিছুর রহমান ও নেপাল চন্দ্র চন্দ।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১টায় সভাপতি পদে এটিএম ফয়েজ উদ্দিন ৩০২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনহাজ উদ্দিন খান পেয়েছেন ২৬৩ ভোট। সহ সভাপতি-১ পদে আব্দুল হাই কাইয়ুম ৩৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম ফখরুল ইসলাম পেয়েছেন ৩৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ফজলুল হক সেলিম ৩৯১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩৪৯ ভোট। যুগ্ম সম্পাদক-১ পদে হুমায়ুন রশিদ সোয়েব ২৪৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকাশ রঞ্জন অধিকারী পেয়েছেন ২০৪ ভোট। যুগ্ম সম্পাদক-২ পদে মাসুদুর রহমান খান মুন্না ২৬৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমিনুর রহমান টিটু ২১৪ ভোট পেয়েছেন। সমাজ বিষয়ক সম্পাদক পদে মো: মোমিনুর ইসলাম মোমিন ৪৮৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম মিয়া ২৫১ ভোট পেয়েছেন। সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে মো: আজমল হোসেন ৩৫৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আলাউদ্দিন ১৮৫ ভোট পেয়েছেন। লাইব্রেরী সম্পাদক পদে মো: তানভীর আক্তার খান ৫১২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির উদ্দিন পেয়েছেন ২৩১ ভোট। প্রধান নির্বাচন কমিশনার পদে মো: এমদাদুল হক ৪১০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আলিম উদ্দিন পেয়েছেন ৩৩৫ ভোট। সহকারী নির্বাচন কমিশনারের দুটি পদে শ্রী জয়জিৎ আচার্য ৩৮৬ ভোট পেয়ে ও মো: লিয়াকত আলী ৩৮৫ ভোট পেয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ময়নুল হক পেয়েছে ৩২০ ভোট। সহ-সম্পাদক পদে এর ৩টি পদে মো: মিজানুর রহমান ৪১৬, আবু ফাহাদ ৩০৮ ও মো: রেজওয়ানুল ইসলাম ৩০৬ ভোট এগিয়ে রয়েছেন।