জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৬ জানুয়ারী ॥ ২৬টি পদে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আজ চূড়ান্ত তালিকা প্রকাশ

19

সিন্টু রঞ্জন চন্দ :
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আদালত পাড়ায় নির্বাচনী প্রচার-প্রচারণা আস্তে আস্তে জমে উঠছে। প্রার্থীরা প্লেকার্ড হাতে নিয়ে ভোটারদের দারে-দারে ভোট পাওয়ার প্রত্যাশা চালাচ্ছেন। গতকাল সোমবার ভোটারদের প্রত্যেকের টেবিলে টেবিলে প্রার্থীদের প্লে¬কার্ড সুভা পাচ্ছে এমন দৃশ্য সরেজমিনে গিয়ে দেখা গেছে।
আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির ২ নম্বর বার হলের দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সমিতির নির্বাচন সংশ্লি¬ষ্টরা। এবার ১৬৮৩ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মো. মিনহাজ উদ্দিন খান, অশেষ কর, কাজী আশরাফ উদ্দিন (ছাদ) ও এ.টি.এম ফয়েজ উদ্দিন।
এ নির্বাচনে সহ-সভাপতি-১ পদে আব্দুল হাই কাইয়ুম, এ.কে.এম ফখরুল ইসরাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি-২ পদে মো: মখলিছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদে অন্য কোন প্রার্থী না থাকায় মো: মখলিছুর রহমানকে বেসরকারীভাবে বিজয়ী হওয়ার পথে।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রার্থীরা হচ্ছেন- মাহফুজুর রহমান, ফজলুল হক সেলিম ও বদরুল আহমদ চৌধুরী।
যুগ্ম সম্পাদকের ২টি পদ। এর মধ্যে যুগ্ম সম্পাদক-১ পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হচ্ছেন- জাকিয়া জালাল, এজাজ উদ্দিন, হুমায়ুন রশীদ (সুয়েব) ও বিকাশ রঞ্জন অধিকারী। এছাড়া যুগ্ম সম্পাদক-২ পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- মাসুদুর রহমান খান (মুন্না), আল-আসলাম মুমিন, সৈয়দ শাহজাহান ও মোমিনুর রহমান (টিটু)।
সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মোমিনুল ইসলাম মুমিন ও মোহাম্মদ সেলিম মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে মো: আজমল হোসেন, মো: আলা উদ্দিন ও মাকসুদ আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লাইব্রেরি সম্পাদক পদে মনির উদ্দিন ও মো: তানভির আক্তার খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান নির্বাচন কমিশনার পদে মো: এমদাদুল হক ও মো: আলীম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রার্থীরা হচ্ছেন- মঈনুল হক, মো: লিয়াকত আলী ও জয়জিত আচার্য্য।
সহ-সম্পাদকের ৩টি পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রার্থীরা হচ্ছেন- মো: মিজানুর রহমান, কবির আহমদ, রেদওয়ানুল ইসলাম, মোহাম্মদ মানিক উদ্দিন, মো: কাওছার আহমদ, আবু ফাহাদ, আরিফ আহমদ, মোবারক হোসেন ও সুবল কান্তি পাল।
নির্বাচনে ১১টি সদস্য পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রার্থীরা হচ্ছেন- মো: আব্দুল মান্নান চৌধুরী, আব্দুল গফফার, প্রদীপ কুমার ভট্টাচার্য, মো: রাজ উদ্দিন, আজিজুর রহমান, দিলীপ কুমার দাস চৌধুরী, এ.এস.এম আব্দুল গফুর, মো: আব্দুল ওদুদ, দীনা ইয়াছমিন, খোকন কুমার দত্ত, মো: ওবায়দুর রহমান, জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন, জসীম উদ্দিন আহমদ, এম. মোর্তুজা আহমদ চৌধুরী, চৌধুরী আতাউর রহমান আযাদ ও মো: মুহিবুর রহমান সেলিম।
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. আলী মোস্তফা মিশকাতুন নুর জানান, এবার ৫৬ জন প্রার্থী ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত রবিবার বেলা ২টা থেকে বিকেল ৪টার ভেতরে প্রার্থীদের মনোয়নপত্র বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে এডভোকেট ওলি উল¬াহ মারুফ তার প্রার্থীতা প্রত্যাহার করার আবেদন করেছেন। আজ মঙ্গলবার প্রার্থীতার ৫৫ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এড়াছা এই ৫৫ প্রার্থীর মধ্যে সহ-সভাপতি-২ পদে অন্য কোন প্রার্থী না থাকায় এ পদে এডভোকেট মো: মখলিছুর রহমানকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করা হবে। তিনি বলেন, ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্নের দিকে। বারের মান মর্যাদা অক্ষুন্ন রেখে সুষ্ঠুভাবে আসন্ন নির্বাচন পরিচালনার জন্য সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। এবারের নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান ও এডভোকেট নেপাল চন্দ্র চন্দ।