সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ॥ রোটারী ডিস্ট্রিক্ট গভর্ণর নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ

20
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন চিটাগাং ইস্ট রোটারী ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী।

স্টাফ রিপোর্টার :
রোটারী ডিস্ট্রিক্ট গভর্ণর নির্বাচন ২০২২-২৩-এর ফলাফল প্রত্যাখ্যান করে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন নির্বাচনে অংশ নেয়া ডিজিএন প্রার্থী চিটাগাংগ ইস্ট রোটারী ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী। রবিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
জাহাঙ্গীর চৌধুরী বর্তমান জেলা গভর্ণর আতাউর রহমান পীরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, নির্বাচন ব্যালটিং কমিটি এবং অন্যন্য কতিপয় নৈতিকতা বিবর্জিত রোটারিয়ানদের সহযোগিতায় ডেলিগেট বৃন্দের মতামত অগ্রাহ্য করে ২০২২-২৩ রোটারী বর্ষের জেলা গভর্ণর হিসেবে রুহেলা খান চৌধুরীর নাম ঘোষণা করেন আতাউর রহমান পীর। নির্বাচনের এমন পক্ষপাতিত্বের প্রতিবাদ করলে শান্তিপ্রিয় রোটারিয়ানদের পুলিশ দিয়ে নির্যাতনেরও অভিযোগ তুলেন এই রোটারিয়ান।
জাহাঙ্গীর বলেন, ‘রোটারী ৩২৮২-এর নির্বাচনে মোট ২৫৩টি ভোটের মধ্যে আমি জাহাঙ্গীর চৌধুরী ১২৯টি ভোট পাই এবং আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোহেলা খান চৌধুরী পান ১২৪ ভোট।’ অর্থাৎ আমি ৫টি ভোট বেশি পেয়ে নির্বাচনী ফলাফলে এগিয়ে থাকি। পরবর্তীতে ডিস্ট্রিক্ট গভর্ণর আতাউর রহমান পীর মনোনীত ব্যালটিং কমিটি আমার ৫টি ভোট বাতিল করে নির্বাচনের ফলাফলকে টাই করে দেন।
ফলাফল মেনে নিতে জাহাঙ্গীর চৌধুরীর উপর চাপ সৃষ্টির পাশাপাশি সাদা কাগজে স্বাক্ষর নিতে চাইলে তাৎক্ষণিক তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অনিয়মের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে কনফারেন্স হল ত্যাগ করেন বলেও বক্তব্যে উল্লেখ করেন।
তিনি বলেন, গত ৩-৪ জানুয়ারি ২০২০ সিলেট শহরতলীর কুশিয়ারা কনভেনশন হলে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর কনফারেন্স এবং পরদিন ৪ জানুয়ারি ২০২২-২৩ রোটারী বর্ষের জন্য জেলা গভর্ণর নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারী পিপি রেজাউল করিম রেজা, সাবেক ডিস্ট্রিক্ট ট্রেজারার পিপি আজিজুর রহমান, পিপি ড: তোফায়েল আহমদ, পিপি আসাদুজ্জামান সায়েম, পিপি জাকির আহমদ চৌধুরী, পিপি কপিল উদ্দিন বাবলু, পিপি মুফতি তাহের আহমদ, পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রোটারী রেহান উদ্দিন রায়হান, পিপি আলী আহমদ তমাল, পিপি রাজিব দাস রূপম, পিপি আং নুর রুহেল, পিপি আবুল হাসনাত, পিপি হাসিনা আক্তার লিপি, পিপি আজাদ শিপন প্রমুখ।