বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন- প্রচন্ড শীতের কারনে দেশব্যাপী মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আর এই শীতে অসহায় হত-দরিদ্র মানুষের কষ্টের শেষ নেই। বিত্তবানরা সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করলে সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাগব হবে। অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা মজলুম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের ন্যায় এবারও আর্ত-মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে ভবিষ্যতেও জনতার কল্যানে জামায়াত পাশে থাকবে ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার সিলেট মহানগরীর বিমানবন্দর থানার ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নগরীর চৌকিদেখী এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
৬নং ওয়ার্ড সভাপতি মারুফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জামায়াত নেতা কামরুল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিমানবন্দর থানা সেক্রেটারী শফিকুল আলম মফিক, জামায়াত নেতা মাওলানা ওলিউর রহমান, মতিউর রহমান আহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি