দু’বছরে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ২৫

12

কাজিরবাজার ডেস্ক :
আগামী দু’বছরের মধ্যে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা কমপক্ষে ২৫-এ উন্নীত করা হচ্ছে। এ অঞ্চলের সেরা এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠা পেতে হলে বিমান বহরকে শক্তিশালী করার কোন বিকল্প নেই বলে মনে করেন বিমান প্রতিমন্ত্রী ও সচিব। তারা উভয়েই-এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। যে কোন মূল্যে এ দু বছরের মধ্যে বিমান বহরে নিজস্ব উড়োজাহাজের সংখ্যা পঁচিশে উন্নীত করা সম্ভব। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইতোমধেই সহজ শর্তে বাংলাদেশের কাছে আরও দুটি ড্যাশ কিউ ৪০০ বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে কানাডিয়ান বোম্বারডিয়ার বিমান কোম্পানি। আজ বৃহস্পতিবার বোম্বারডিয়ার কোম্পানির একটি প্রতিনিধি দল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে এ বিষয়ে জরুরী বৈঠকে বসছে। এ বিষয়ে মোটামুটি ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। কানাডিয়ান বোম্বারডিয়ার কোম্পনি সহজ শর্তে যেভাবে আরও ২টি ড্যাশ-৮ দিতে রাজি বিমান এয়ারলাইন্স তা কিনতেও আগ্রহী বলে জানা গেছে। প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সিনিয়র সচিব মহিবুল হক বলেছেন, দরদামে যদি আমাদের স্বার্থ প্রাধান্য পায়- তাহলে অবশ্যই আমরা তা নেব এবং সেই সম্ভাবনাই রয়েছে। আমরা বিমান বহরকে একটি প্রেস্টিজিয়াস এয়ারলাইন্সে পরিণত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। এ সম্পর্কে বোম্বারডিয়ার সূত্রে জানা গেছে, বিমান চাইলে তারা ২৪ মাসের মধ্যে আরও দুটি সম্পূর্ণ নতুন ড্যাশ কিউ ৪০০ বিমান সরবরাহ করতে পারবে। সে প্রস্তুতি রয়েছে। এখন যত তাড়াতাড়ি এ সংক্রান্ত সিদ্ধান্ত বা চুক্তি করা সম্ভব- তত তাড়াতাড়ি ডেলিভারি দেয়া যাবে।
উল্লেখ্য, বিমান বহরে বর্তমানে ১৮ উড়োজাহাজ রয়েছে। এগুলো হচ্ছে চারটি ৭৭৭, ছয়টি ড্রিমলাইনার, চারটি ৭৩৭, তিনটি ড্যাস-৮। আগামী মার্চ থেকে আসা শুরু হচ্ছে কানাডিয়ান বোম্বারডিয়ারের তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজ। তখন বিমান বহরে থাকবে বিশটি। তার সঙ্গে যোগ হবে প্রস্তাবিত আরও দুটি ড্যাশ-৮। তখন বহরে থাকবে ২২ উড়োজাহাজ। এর সঙ্গে যোগ হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে কমপক্ষে দুটি কার্গো উড়োজাহাজ। তখন সেটি হবে ২৪টি উড়োজাহাজের শক্তিশালী বহর। হজের জন্য একটি ৭৭৭-৩০০ উড়োজাহাজ লিজে নেয়ারও পরিকল্পনা রয়েছে। এভাবেই আগামী দুবছরের মধ্যে বিমান বহরে ২৫টি উড়োজাহাজের সংখ্যা ২৫-এ উন্নীত করা সম্ভব। প্রশ্ন করা হলে- প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, বিমানে যে ধারায় বর্তমানে কাজ চলছে, আগামী দু বছরের মধ্যে ২৫ উড়োজাহাজের বহর তৈরি করা কঠিন কিছু নয়। কেননা আগামী মার্চেই তো আসা শুরু করবে কানাডার বোম্বারডিয়ার কোম্পানি ৩ ড্যাশ-৮। বিমানের কাছে ৭৪ আসন বিশিষ্ট এ তিনটি সম্পূর্ণ নতুন বিমান সরবরাহ করবে বোম্বারডিয়ার। সেটা শুরু হওয়ার আগেই তো সম্প্রতি অত্যন্ত সহজ শর্তে বোম্বারডিয়ার আরও দুটি এয়ারক্রাফট দেয়ার প্রস্তাব দিয়েছে। আমরা এ প্রস্তাবে সাড়া দিয়েছি। প্রস্তাবিত ড্যাশ-৮ গুলো একেবারে ব্র্যান্ড নিউ।
সিনিয়র সচিব মহিবুল হক জানিয়েছেন, এ বিষয়ে (আজ) বৃহস্পতিবার সচিবালয়ে বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বোম্বারডিয়ার কমার্শিয়াল এয়ারক্রাফট ও কানাডিয়ান হাইকমিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে একটা ভাল খবর আসতে পারে। ভাল দামে যদি প্রস্তাব পাই- অবশ্যই তা নিয়ে নেব। আমরা যে কোন মূল্যে বিমান বহরকে শক্তিশালী করতে চাই এবং সেটা দু বছরের মধ্যে ২৫-এ উন্নীত করার সুযোগ রয়েছে।