উরু মন

31

মোঃ বুলবুল হোসেন :

তুমি যদি মেঘ হতে চাও
তবে চৈত্রের মেঘ হয়ে যাও
আমাকে হতে বলোনা তুমি
চাতক হয়ে বেশ আমি।

তুমি যদি সূর্য হতে চাও
তবে শীতের সূর্য হয়ে যাও

আমাকে হতে বলো না তুমি
শীত হয়েই বেশ আমি।

তুমি যদি বাতাস হতে চাও
তবে চৈত্রের বাতাস হয়ে যাও
আমাকে হতে বলোনা তুমি
শীতের বাতাস হরে বেশ আমি।

তুমি যদি কণ্ঠস্বর হতে চাও
তবে কোকিলের কণ্ঠস্বর হয়ে যাও
আমাকে হতে বলোনা তুমি
কাকের কন্ঠ নিয়ে বেশ আমি।

তুমি যদি নদী হতে চাও
তবে সাগর হয়ে যাও
আমাকে হতে বলোনা তুমি
ঝিলের মধ্যে বেশ আমি।

তুমি যদি চাঁদ হতে চাও
তবে পূর্ণ চাঁদ হয়ে যাও
আমাকে হতে বলোনা তুমি
অমাবস্যা হয়ে বেশ আমি।

তুমি যদি বৃক্ষ হতে চাও
তবে ফুলে ভরা বৃক্ষ হয়ে যাও
আমাকে হতে বলোনা তুমি
ফুল হীন বৃক্ষে বেশ আমি।

তুমি যদি পাখি হতে চাও
তবে ডানামেলা শকুন হয়ে যাও
আমাকে হতে বলোনা তুমি
মানুষ হয়েই বেশ আমি।