শীত নেমেছে

14

কবির কাঞ্চন :

শীত নেমেছে শীত নেমেছে
কনকনে শীত গায়
জীবনটাকে রাঙাতে আজ
আয়রে তোরা আয়
আমার সোনার গাঁ’য়।

শীত নেমেছে শীত নেমেছে
শিশির ভেজা পায়
সুখ কুঁড়াতে দলে দলে
আয়রে তোরা আয়
আমার শ্যামল গাঁয়।

শীত নেমেছে শীত নেমেছে
ঘন কুয়াশায়
রবির আলো মাখতে গায়ে
আয়রে তোরা আয়
আমার সবুজ গাঁয়।

শীত নেমেছে শীত নেমেছে
রঙিন চাদর গায়
শীতের মজা লুপে নিতে
আয়রে তোরা আয়
আমার সবুজ গাঁয়।

শীত নেমেছে শীত নেমেছে
সবজি ফলের গায়
তরতাজা ফল-সবজি খেতে
আয়রে তোরা আয়
সবুজ শ্যামল গাঁয়।

শীত নেমেছে শীত নেমেছে
খেজুর গাছের গায়
ফিরনি পায়েস খেতে আজি
আয়রে তোরা আয়
আমার সবুজ গাঁয়।