আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হচ্ছে আজ ॥ নতুন মুখ ও পুরনো নেতারাও থাকছেন

28

কাজিরবাজার ডেস্ক :
ফাঁকা পদ পূরণ করে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। ফাঁকা পদে নতুন মুখ ও পুরনো নেতারাও থাকছেন। তবে মন্ত্রিসভার সদস্যরা শেষ পর্যন্ত থাকছেন কি না-সে সিদ্ধান্ত নেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টাদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে ৩ জানুয়ারি শ্রদ্ধা জানাবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে।
বড় পদগুলোয় তেমন কোন চমক না এলেও ফাঁকা পদ পূরণে কিছুটা হলেও চমক থাকতে পারে। কেন্দ্রীয় কমিটিতে স্থান পেতে পদপ্রত্যাশী নেতারা এখনও উদ্বেগ, উৎকণ্ঠায়। কার কপালে জুটবে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই ফোরামের সদস্যপদ, কার কপাল পুড়বে, ছিটকে পড়বে কেন্দ্রীয় কমিটি থেকে এ নিয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বইছে আলোচনার ঝড় ।
একাধিক সূত্রে আভাস পাওয়া গেছে, শূন্যপদে ১০ থেকে ১২ জন নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে। কমিটিতে উল্লেখযোগ্য নারীরা স্থান পেতে যাচ্ছেন। সদস্য পদেই এবার অধিক নারী নতুন মুখ দেখা যেতে পারে। তবে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের কেন্দ্রীয় কমিটিতে ফিরে আসার সম্ভাবনা কম বলেই সূত্রগুলো বলছে।
শনিবার জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মধ্যে ৪২ পদে নেতা নির্বাচন করা হয়। এখনও সম্পাদকম-লীর দশটি, কোষাধ্যক্ষের একটি এবং নির্বাহী কমিটির ২৮ পদ শূন্য আছে। অর্থাৎ আরও ৩৯ পদ পূরণ করে তা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে দলের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেবেন।
মঙ্গলবার প্রথম সভায় সভাপতিম-লীর সদস্যরা ৩৯ শন্য পদে নিজ নিজ পছন্দের নাম লিখে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার দেয়া হয়েছে দলীয় প্রধানকে। সভাপতিম-লীর সদস্যদের দেয়া নামের তালিকা যাচাই বাছাই করে কমিটি পূর্ণাঙ্গ করছেন নবমবারের মতো নির্বাচিত সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ফাঁকা পদে মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের থাকা, না থাকার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে তার ওপরই।
বৈঠক শেষে মঙ্গলবার রাতে গণভবনের গেটে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, পূর্ণাঙ্গ কমিটির নেতা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা আগামী ৩ জানুয়ারি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়ায় যৌথসভার মাধ্যমে দলের নতুন কমিটির যাত্রা শুরু হবে।