আসন্ন শুভ বড়দিন উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা

8
আসন্ন বড়দিন উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের সভা।

স্টাফ রিপোর্টার :
আসন্ন শুভ বড়দিন ২৫ ডিসেম্বর উপলক্ষে গতকাল বহস্পতিবার বেলা ১১ টার দিকে এসএমপি’র সদর দপ্তর এর সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপ-পুলিশ কমিশনার (পিওএম) কামরুল আমীন এর সভাপতিত্বে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ এর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) বিভূতি ভূষণ বানার্জী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) সুজ্ঞান চাকমা, ওসমানী মেডিকেল কলেজ এর প্রতিনিধি ডাঃ জলিল কায়সার খোকন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) সুদীপ দাস, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট বকুল চন্দ্র চক্রবর্তী, সিলেট সিটি কর্পোরেশন এর নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আলম, ফায়ার সার্ভিস এর আবু খায়ের মামুন, সিভিল সার্জন এর ¯িœগ্ধেন্দু সরকার, সিলেট ইম্মানুয়েল জ্যাঃ চার্চের মাস্টার সূর্য্য ত্রিপুরা, এজি চার্চের আভা বাড়ৈ, লাক্কাতুরা চার্চের গডেন বিশ^াস, লাক্কাতুরা প্রেস বিটারিয়ান চার্চের মিঃ বিধান বিশ^াস, খাদিম মিশন কাথলিক চার্চের জর্জ ত্রিপুরা, খাদিম নগর চার্চের মি: অরুন নাহার বিভিন্ন থানার সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জগন সহ বিভিন্ন চার্চের প্রতিনিধিবৃন্দ ।
পুলিশ জানায়, সিলেট মেট্রোপলিটন এলাকায় ১০ (দশ) টি গীর্জা চার্চে শুভ বড়দিনের অনুষ্ঠান আয়োজন করা হবে। উক্ত আলোচনা সভায় বিভিন্ন গীর্জা ও চার্চের প্রতিনিধিবৃন্দ তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেন। তাছাড়া বিভিন্ন সরকারী দপ্তর- সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন এর প্রতিনিধি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতনিধিগণ শুভ বড় দিন উপলক্ষে তাদের ফোকাল পয়েন্ট এর নাম ঘোষণা করেন এবং যে কোন প্রয়োজনে সহযোগীতা করা হবে। সভাপতির বক্তব্যে বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে আসন্ন শুভ বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে। তাছাড়া শুভ বড়দিন উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপনের লক্ষে সকলের সহযোগীতা কামনা করেন। পরবর্তীতে সভাপতি সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও বড় দিনের শুভেচ্ছা জানিয়ে সভায় কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।