কাজিরবাজার ডেস্ক :
নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে সহিংসতায় ভারতের উত্তর-পূর্ব দিল্লীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে বড় সমাবেশ। বুধবার সকালে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছয়জনকে। অগ্নিসংযোগ ও সহিংসতার জন্য হয়েছে তিনটি মামলা। কয়েকজনের বিরুদ্ধে ঘেরাও অভিযান পরিচালনা করেছে পুলিশ। জি নিউজ।
এতে অংশ নিয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির কিছু সংখ্যক শিক্ষার্থী। এই বিক্ষোভ, সংঘর্ষ সোমবার পর্যন্ত চলতে থাকে। একদিন পরেই এই সহিংসতা ছড়িয়ে পড়ে উত্তর পূর্ব দিল্লীর সিলামপুর এবং জাফরাবাদ এলাকায়। সেখানে ক্ষুব্ধ প্রতিবাদী জনতা বেশ কিছু মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশের প্রতি ইটপাটকেল ছোড়ে। ভাংচুর করে বাস ও পুলিশ বুথ। বুধবার এর সঙ্গে জড়িত থাকার দায়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তর পূর্ব দিল্লীতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ওদিকে দেশের বিভিন্ন অংশে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে ওই আইনের বিরুদ্ধে। দায়ের করা ৫৯টি পিটিশনের ওপর আজ আরও পরে শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রীমকোর্টে। ওদিকে এই আইন নিয়ে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দর সঙ্গে সাক্ষাত করেছে বহুজন সমাজ পার্টির (বিএসপি) সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা।