বীর জনতা

17

মুহাম্মদ ইমদাদ হোসেন

কোথায় গেলে মুক্তিসেনা
একাত্তরের বীরজনতা?
চেয়ে দেখো কেমন আছে
স্বাধীন করা নীড়-জনতা।

কোথায় গেলে মহাননেতা
গর্জে ওঠা আমজনতা?
চেয়ে দেখো স্বাধীন দেশে
কেমন আছে নামজনতা।

চেয়ে দেখো শকুনের দল
খাচ্ছে গিলে দেশ-জনতা
চেয়ে দেখো হত্যা ধর্ষন
দুর্নীতিতে শেষ জনতা।

কোথায় গেলে মুক্তিযোদ্ধা
কোথায় গেলে শিরজনতা?
জাগতে হবে ফের তোমাদের
ভেঙ্গে সকল নির্জনতা।