স্বাধীনতার তুমি

12

ওসমান গণি

স্বাধীনতা তুমি পূব দিগন্তের
সোনালী আলোর মায়া
স্বাধীনতা তুমি গোধূলি শেষের
অন্ধকার কালো ছায়া।

স্বাধীনতা তুমি ঝুলে থাকা
ফেলানীর আর্তনাদ
স্বাধীনতা তুমি নুসরাত তনু
শহীদ আবরার ফাহাদ।

স্বাধীনতা তুমি অশ্রু শিক্ত
ক্ষুদার্ত শিশুর মুখ
স্বাধীনতা তুমি বিলাসিতা করা
বিত্তবানদের সুখ।

স্বাধীনতা তুমি ফুল বাগানে
প্রজাতির উড়াউড়ি
স্বাধীনতা তুমি রাখাল বালকের
ছিড়ে যাওয়া রঙিন ঘুড়ি।