জিল্লুর রহমান পাটোয়ারী
জ্যৈষ্ঠি মাসে আকাশ জুড়ে,
মেঘ করেছে ভারী –
যোগ দিয়েছে হুড়কো বাতাস,
রইছে সারি সারি।
আমের বনে দোল লেগেছে,
বাতাসে তার খেলা –
আম কুড়াতে আমের বনে,
কাটছে খুকির বেলা।
জ্যৈষ্ঠি দিনে এমনি হয়,
আম কুড়ানোর ধুম –
সকাল দুপুর রাতে খুকির,
হয়না চোখো ঘুম।