জৈন্তাপুর উপজেলার আসাম পাড়া বাজারের আলাল মিয়ার মালিকানাধিন গ্যারেজে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১০ জন। (২৬ নভেম্বর) মঙ্গলবার রাত ১০.২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক হলেন, উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষ্মীপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে রেজওয়ান আহমদ।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসাম পাড়া বাজারের আলাল মিয়ার মালিকানাধীন গ্যারেজে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় গ্যারেজে রক্ষিত আলাল মিয়ার প্রোবক্স গাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত আগুন গ্যাস সিলিন্ডারে চলে যায়। তৎক্ষণিক ভাবে এই গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আগুন নিভানোর কাজে যাওয়া যুবক উপজেলার ২নং লক্ষ্মীপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে রেজওয়ান আহম নিহত হয়।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ঈসমাইল নামে একজন গুরুতর অবস্থায় জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংখ্য জনক দেখে দ্রুত সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকীদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক প্রতিবেদককে বলেন, আলাল মিয়ার মালিকানাধীন গ্যারেজে সট স্ক্রীটের মাধ্যেমে ঘরে আগুন লাগে। পরে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন মারা যায়। ঘটনাস্থলে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা পৌছে এলাকাবাসী সহ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।