আসুন বিশ্বব্যাপী ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, সিলেট অঞ্চলের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নগরীতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে। ২৪ নভেম্বর রবিবার র্যালীটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডায়াবেটিক হাসপাতালে গিয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ডায়াবেটিক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. এ. জেড. মাহবুব আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ।
শিক্ষার্থী উম্মে হাবিবা সুমীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন, জেলা কমিশনার শাহানা সাফরীন রোজী, স্থানীয় কমিশনার সিদ্দিকা খাতুন, সদস্য শামীম আরা বেবী, সালমা বাসিত, ট্রেনার সুফিয়া বেগম, মীনা ভট্টাচার্য্য প্রমুখ। বিজ্ঞপ্তি