ছড়ার মাঝে

18

হামীম রায়হান

ছড়া কভু হয় না বাসি,
ছড়া থাকে টাটকা,
ছড়ার মাঝে সুখ, দুঃখেরা
থাকে পড়ে আটকা।
ছড়ার মাঝে মুক্ত আকাশ,
উড়ে পাখির ঝাঁক,
ছড়া হল মাঝির গান,
ছড়া নদীর বাঁক।
ছড়ার মাঝে ফাগুন আসে,
আগুন লাগা রূপ!
ছড়ার মাঝে একশ ফানুস
রাঙায় আকাশ খুব!
ছড়ার মাঝে ভোরের শিশির
ছন্দ কাটে পথে,
টাটকা ছড়ায় পাখির মতন
মনটা যে চাই হতে!