বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় টীমের নির্দেশনা ও জেলা আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের সাথে পরামর্শ সভা করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে সভা শুরু হয়ে ৬টায় সমাপ্ত হয়। অত্যন্ত সুশৃঙ্খলভাবে পর্যায়ক্রমে অনুষ্ঠিত সভা সমুহে জেলার ১৩টি উপজেলা ও ৩টি পৌরসভার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। সভা চলাকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সভা কেন্দ্রের বাইরে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দিনভর আগ্রা কমিউনিটি সেন্টারে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভীড়।
জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, ময়নুল হক চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, নাজিম উদ্দিন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ ও আহমেদুর রহমান চৌধুরী মিলু।
সভায় সকল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে শীঘ্রই উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। এছাড়াও উপজেলার ক্ষেত্রে সকল ইউনিয়ন এবং পৌরসভার ক্ষেত্রে সকল ওয়ার্ড কমিটির গঠনের ব্যাপারে আলোচনা করা হয়।
সভায় সকল উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ১ম সহ-সভাপতি, ১ম যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা সমূহের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন শাখা সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং পৌর শাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড শাখার সভাপতি-সাধারণ সম্পাদক ও নির্বাচিত দলীয় কাউন্সিলারগণ সভায় অংশ নেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, আসন্ন জেলা বিএনপির কাউন্সিলকে সফল করতে আহ্বায়ক কমিটি উপজেলা ও পৌর শাখা সমুহের আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। একদিনে ১৩টি উপজেলা ও ৩টি পৌর শাখার সাথে জেলা বিএনপির সভা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের জন্য অনুকরণীয় একটি দৃষ্টান্ত। এর মাধ্যমে তৃনমুল বিএনপি উৎসাহ পাবে এবং সাংগঠনিক কাজে গতি আসবে। সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা জেলা বিএনপিকে ঢেলে সাজাতে চাই। তৃনমূলের মতামতকে প্রাধান্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে একটি সার্থক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই জেলা বিএনপির এমন উদ্যোগ। এই উদ্যোগকে সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। নেতৃবৃন্দ অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা ও মিথ্যা মামলাসমূহ বাতিল এবং সংসদ ভেঙ্গে দিয়ে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। সভায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ও ব্রাহ্মণবাড়িয়ায় ভয়বাহ রেল দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করনে। একই সাথে কয়দিন পরপর রেল দুর্ঘটনার জন্য সরকারের অব্যাবস্থপনাকেও দায়ী করেন তারা। বিজ্ঞপ্তি