ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে আসামী ধরতে যাওয়া পুলিশের উপর আসামী পক্ষের লোকজনের হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে থানার এসআই পীযুষ কান্তি দেবনাথ বাদী হয়ে ২০ ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৩৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। শনিবার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছড়ারপার গ্রামে আসামী ধরতে গিয়ে হমালার শিকার হয়েছেন থানার এসআই, এএসআইসহ ৬ জন পুলিশ সদস্য। ওয়ারেন্টভুক্ত আসামী ছড়ারপার গ্রামের আনোয়ার হোসেনর পুত্র পাবেল আহমদকে গ্রেফতার করতে গেলে আসামীর স্বজনরা ডাকাত-ডাকাত বলে লাঠি-সোটা নিয়ে হামলা করে থানার এসআই পীযুষ কান্তি দেবনাথ, এএসআই মোহাম্মদ আলী, এএসআই সুমন চন্দ্র গোপসহ ৬ পুলিশ সদস্যকে আহত করে। এ সময় তারা আটককৃত আসামী পাবেলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে আসামীর পিতা আনোয়ার হোসেন, ভাই তোফায়েল আহমদসহ ১০ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।