জেড.এম.শামসুল :
সিলেট অঞ্চলে গত মার্চ মাসে ৬৫ জনের অপমৃত্যু ঘটেছে, এদের মধ্যে সড়ক দুর্ঘটনায়, প্রতিপক্ষের হাতে, আত্মহত্যা, জলে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, আগুনে পুড়ে, মাটি চাপাসহ বিভিন্ন ভাবে এ সব অপমৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা জানা যায়।
বিভিন্ন সূত্রমতে- ১ মার্চ সুনামগঞ্জে গাছের ডাল পড়ে ব্যবসায়ী সওকত আলী (৪৫), ২ মার্চ মাধবপুরে সিরাজ আলী (৪৫)‘র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ও নগরীতে অগ্নিদগ্ধ হয়ে মিরাবাজারে আব্দুল ওয়াহিদ নাজির (৩৭) মৃত্যু ঘটে। ৩ মার্চ গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী লাকী বেগম (২৩), নবীগঞ্জে পলাশ আচার্য্য (২৪) আত্মহত্যা করে। ৪ মার্চ ছাতকে অজ্ঞাত নামা (৪০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মোগলাবাজারে ট্রলি চাপায় পাপলু মিয়া (২২), ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের আহমদ (২৮), দক্ষিণ সুরমায় স্বামীর হতে স্ত্রী লাকি বেগম (২৩), ৫ মার্চ কমলগঞ্জে দুর্বৃত্তের হাতে সিএনজি অটোরিক্সা চালক জলিল মিয়া (২৬), মাধবপুরে ভাইয়ের কুড়ালের আঘাতে মোহাম্মদ আলী (৪০), ও ট্রাক-পিক-আপ সংঘর্ষে সুরঞ্জিত (৩৫), ৬ মার্চ সুনামগঞ্জে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষে কামাল মিয়া (৪০), বড়লেখায় মুমিনুল ইসলাম (১৮)‘র রহস্যজনক মৃত্যু হয়, ৮ মার্চ ছাতকের রেল স্টেশন থেকে অজ্ঞাতনামা (৬০) এক মৃতদেহ উদ্ধার, নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আব্দুল গনি (৮০), ১০ মার্চ কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় বুশরা (৭) এক শিশু মারা যায়, দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র রুবেল আহমদ (৩২), ওসমানিনগরে বাস চাপায় প্রবাসী তাজ মিয়া (৪৫), ১১ মার্চ বানিয়াচংয়ে ট্রলি চাপায় স্কুল ছাত্র সিরাজুল মিয়া (১৩), ১২ মার্চ হবিগঞ্জে ফাস্টফুড দোকানে নিজামউদ্দিন(২৭) লাশ উদ্ধার, শ্রীমঙ্গলে প্রতিপক্ষের হাতে লক্ষণ পাল (৩৫), কোম্পানিগঞ্জে বিয়ে না হওয়ায় খাদিজা বেগম (১৮) আত্মহত্যা করে, ১৩ মার্চ দিরাইয়ে জমি নিয়ে সংর্ঘষে শাবু মুল্লুক (৪৫), মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সুশংকর দেবনাথ (২৮), ১৪ মার্চ দক্ষিণ সুরমার মোগলাবাজারে তাজ (৪) ও আলি হোসেন (৫), ধর্মপাশায় ছাবিয়া (২) পানিতে ডুবে মারা যায়, হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাজু মিয়া (৩০), জামালগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবুল হোসেন (৪৫), ১৫ মার্চ ছাতকে রড পড়ে শ্রমিক সুলতান মিয়া (৩০), হাটখোলায় রহস্যজনক ভাবে মৃত্যু মুনমুন নেছা (৫৮) লাশ উদ্ধার, তাহিরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মঙ্গল সর্দার (৪০), ১৬ মার্চ বিয়ানিবাজারে প্রেমে প্রত্যাখ্যান করায় নাজমিন (১৮) কে এক বখাটে যুবক হত্যা করে, ওসমানিনগরে সড়ক দুর্ঘটনায় বাবু মিয়া (২৬), বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ পারভিন বেগম (৩০)। ১৭ মার্চ নবীগঞ্জে দিলু শীল (১৭) আত্মহত্যা করে, কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মখলিছুর রহমান (৩০), মৌলভীবাজারে নিজ কক্ষ থেকে ব্যবসায়ী খলিল উল্লাহ (৫২) এর মৃতদেহ উদ্ধার, হবিগঞ্জের হাসপাতালে মুক্তিযোদ্ধা বীরেশ দাস (৬৫) দুর্বৃত্তের হাতে প্রাণ হারান। ১৮ মার্চ দক্ষিণ সুরমার গোটাটিকরে জাকির হোসেন (৪৫) নামক এক ব্যক্তি আত্মহত্যা করে, বাহুবলে দুর্বৃত্তের হাতে মা অরুনী বালা দাস (৩৫) ও মেয়ে পূজা রানী দাস (৮) খুন হয়, বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক রাজেন্দ্র দাস (৪২) মারা যায়, সুনামগঞ্জে অটোরিক্সা উল্টে আব্দুর রহমান (৪৫) নামক এক বৃদ্ধ মারা যায়। ১৯ মার্চ ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মোফাজ্জুল হোসেন (৪০), ২০ মার্চ নবীগঞ্জে স্বামীর হাতে বেদন বিবি (৫০) ও ট্রাক্টর চাপায় জুয়েল মিয়া (১৬), বানিয়াচংয়ে জঙ্গল থেকে আশরাফ আলী (১৪) মৃতদেহ উদ্ধার, জুড়ীর সীমান্তে বিএসএফ‘র গুলিতে বাংলাদেশি নাগরিক বাপ্পা মিয়া (২৮) মারা যায়, বিশ্বনাথে চিনতাইকারির হাতে ইমরান আহমদ (২২) প্রাণ হারায়। ২১ মার্চ গোলাপগঞ্জে এহতেশামুল হক শাহিন (৪২) দুর্বৃত্তের হাতে প্রাণ হারান, ২২ মার্চ তাহিরপুরে সীমান্তে বাংলাদেশি নাগরিক সাইদুর রহমান (২৫) লাশ উদ্ধার, নবীগঞ্জে দুর্বৃত্তের হাতে গ্রীস প্রবাসী রশিদ মিয়া (৫০), ২৩ মার্চ জুড়ীতে বন পাহারাদারের দায়ের কোপে গরু রাখাল মনা পাশী (২০), ছাতকে ড্রাম ট্রাকের চাপায় আবু বক্কর (১৮), শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় নুরুল ইসলাম (৫৪), দক্ষিণ সুনামগঞ্জে ইমন আহমদ (১২)কে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে, ২৪ মার্চ ওসমানীনগরে ট্রাকের ভিতরে রক্তাক্ত মুজিবুর রহমান (৪০), বাহুবলে ট্রাক চাপায় আব্দুল আহাদ মিয়া (৪৫), ২৫ মার্চ কুলাউড়ায় পিক-আপ চাপায় নিজাম মিয়া (৫৫), ২৬ মার্চ কমলগঞ্জে ট্রেনের নিছে ঝাঁপ দিয়ে কাজল ধর (৪৫) আত্মহত্যা করে, ২৭ মার্চ দক্ষিণ সুরমায় ছাত্র লীগ নেতা তাজকির আহমদ (২৩) খুন হন, ৩১ মার্চ দক্ষিণ সুরমার লালাবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা রাহেলা বেগম (৪০), মেয়ে শিপা (১২),ও সিএন জি চালক শামীম মিয়া (৩৫), তাহিরপুরে মটরসাইকেল চালানো শিখতে গিয়ে রমজান আলী (২৭)।