আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) ৩ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য প্রশিক্ষণ কার্যালয়ে এই প্রশিক্ষণ চলছে। উক্ত প্রশিক্ষণ উপলক্ষে অনুষ্ঠিত এক উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক ডাঃ দেবপদ রায়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক, ডেপুটি সিভিল সার্জন মোঃ আশরাফুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, পরিবার পরিকল্পনা বিভাগের এডিসিসি ননীভূষণ তালুকদার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ চক্রবর্তী ও লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল অদুদ প্রমুখ।
সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কার্যালয়ের পরিসংখ্যানবিদ কমলেন্দু তালুকদার। এর আগে দিরাই উপজেলায়ও অনুরুপ প্রশিক্ষণ শুরু হয়েছে। দুটি পৃথক ভেন্যুতে জেলার ৫৮ জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) উক্ত প্রশিক্ষণে অংশ নেন।