কানাইঘাটে ১১ টি ভারতীয় গরু আটক

14

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানা পুলিশ মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল মঙ্গলবার ভোর রাতে উপজেলার দীঘিরপার পূর্ব ইউপির দীঘিরপার গ্রামের সুরমা নদীর ঘাট থেকে ভারতীয় ছোট-বড় ১১টি গরু আটক করেছে। অভিযানের সময় ভারতীয় গরুর মালিকরা পুলিশের অবস্থান টের পেয়ে নদী পথে পালিয়ে যায়। এর মধ্যে ১১ টি গরু আটক করতে পুলিশ সক্ষম হয়। বর্তমানে আটককৃত গরুগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।
জানা যায়, কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে কিছু চোরাকারবারীরা বিচ্ছিন্ন ভাবে গরু সড়কের বাজারে হাটে নিয়ে আসে। এর আগে থানা পুলিশ দীঘিরপার, মমতাজগঞ্জ ও সড়কের বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩১ টি ভারতীয় গরু আটক করলেও আইনী জটিলতার কারনে গরুগুলো দীর্ঘদিন থানায় রাখার পর নিলামে বিক্রি করা হয়। অনেক সময় পুলিশ গরু আটক করতে অভিযান করলেও সীমান্তবর্তী দুর্গম এলাকা হওয়ায় গরুর মালিকরা পুলিশের অবস্থান টের পেয়ে গরু নিয়ে নিরাপদে চলে যায়।