ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের কৈতক ২০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য সেবার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজিব চক্রবর্তী, কৈতক হাসপাতালের ইনচার্জ (আরএমও) ডাক্তার মোজাহারুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার আবু সালেহীন খান,
উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালিক প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, আওয়ামীলীগ সরকার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল স্বাস্থ্য কমপ্লেক্সসহ কমিউনিটি ক্লিনিক গুলোকে আধুনিকায়ন করে স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবা প্রদানে আরো আন্তরিক হওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান তিনি।