স্টাফ রিপোর্টার :
সিলেটে ১০দিন ব্যাপী বিনামূল্যে ঠোঁট কাটা, তালুকাটা, আগুনে পোড়া রোগীদের প্লাস্টিক সার্জাারি ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আগামি ২ নভেম্বর থেকে নগরীর তেলিহাওর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। এতে বিদেশী চিকিৎসক নার্সসহ কর্মীরা সুদূর আমেরিকা থেকে আসবেন।
শনিবার দুপুরে নগরীর মানিকপীর রোডে রোটারি ক্লাব অব জালালাবাদ এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব তথ্য জানান।
তারা বলেন, ৬ষ্ঠ বারেরমতো ক্যাম্প সুষ্ঠুভাবে আয়োজনে কাজ করছেন ক্লাব সভাপতির নেতৃত্বে ২০ সদস্যের টিম।
রোটারি ক্লাব অব জালালাবাদের পক্ষে রোটাপ্লাস্ট কমিটি-২০১৯ এর চেয়ারম্যান রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, আগামি ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর তেলিহাওরস্থ পার্ক ভিউ মেডিকেল কলেজে রোগী বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। বিগত মাস খানেক ধরে চলে আসা রোগী নিবন্ধন কাজ আগামি ২০ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। ইতোমধ্যে ১৬০ জন রোগী অপারেশনের জন্য তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন। আমেরিকা থেকে আসা এই বিশেষজ্ঞ টিম রোটাপ্লাস্ট রোটারি অ্যাকশন গ্র“ “রোটাপ্লাস্ট মিশনে” কাজ করছেন। সংবাদ সম্মেলনে জালালাবাদ রোটারির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিগত ৫ বছর যাবত জালালাবাদ রোটারি ক্লাবের উদ্যোগে সিলেটে প্লাস্টিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। যেখানে আমেরিকা থেকে ২৫ জন বিশ্বমানের প্লাস্টিক সার্জারি টিম বিনামূল্যে ঠোঁট কাটা,তালুকাটা, আগুনে পোড়া রোগীদের প্লাস্টিক সার্জাারির মাধ্যমে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার প্রয়াসে জটিল অপারেশন সম্পাদন করবেন।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিডিজি রোটারিয়ান মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি রোটারিয়ান সাঈদ আহমদ চৌধুরী, সেক্রেটারী রোটারিয়ান হাবিব আল নুর, রোটাপ্লাস্ট পাবলিসিটি কমিটির চেয়ারম্যান রোটারিয়ান সাংবাদিক আবু তালেব মুরাদ, পিপি রোটারিয়ান মোস্তফা কামাল, পিপি রোটারিয়ান হানিফ মোহাম্মদ, পিপি রোটারিয়ান মোজাক্কির হোসেন কামালী, রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, রোটারিয়ান আখতার আহমদ, রোটারিয়ান মঞ্জুর আল বাছিত, রোটারিয়ান ইমরান কামাল বুলবুল, রোটারিয়ান ইকবাল হোসেন, রোটারিয়ান জে এম এইচ জে ফেরদৌস, রোটারিয়ান স্বপ্না বেগম, রোটারিয়ান সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।