সংগ্রামের ২৫ বছর শ্লোগানকে সামনে রেখে সিলেটে মানবাধিকার সংগঠন অধিকার এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে বক্তারা মানবাধিকার রক্ষায় অধিকার প্রতিষ্ঠার পর থেকে কার্যকর ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, দেশে যেকোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে অধিকার তার বিরুদ্ধে সোচ্চার হয়। গুম, হেফাজতে নির্যাতন, সীমান্ত হত্যা ও নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে অধিকার কাজ করে যাচ্ছে। অধিকার মানবাধিকার রক্ষায় বিভিন্ন ক্ষেত্রে সরকারকে সহায়তা করে আসছে।
মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, সাবেক সহ-সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী, সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যাপক সৈয়দ কাওছার আহমদ এডভোকেট, সিনিয়র সাংবাদিক জেড এম শামসুল এবং বাংলাদেশ লেখক শিবিরের সংগঠক ও ব্যাংকার মিনহাজ আহমদ। সভার শুরুতে অধিকার এর বিবৃতি পাঠ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও মানবাধিকার কর্মী সাঈদ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাবেক কোষাধ্যক্ষ মো. আফতাব উদ্দিন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, প্রেসক্লাব সদস্য শেখ আশরাফুল আলম নাসির, মানবাধিকার কর্মী আলী আহসান হাবিব, সেবুল আহমদ, তারেক আহমদ, রুহুল ইসলাম মিঠু প্রমুখ। বিজ্ঞপ্তি