বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশ্বনাথে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল হাসান বিপিএম। রবিবার রাতে উপজেলার দিঘলী গ্রামের ‘শিব ও দুর্গা বাড়ি’ ও ‘জানাইয়া সার্বজনীন পূজা মন্ডপ’ পরিদর্শন করেন তিনি। পরদির্শনকালে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি কামরুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধ বাড়ছে। এখানে একসঙ্গে বসবাসরত হিন্দু, মিুসিলম, বৌদ্ধ, খৃষ্টানসহ প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে নিজ নিজ ধর্ম পালন করছে। দুর্গাপূজাকে উৎসবের আনন্দে প্রত্যেক ধর্মের মানুষ মিলেমিশে উপভোগ করছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় সিলেট তথা সারাদেশে এবারের পূজায় মন্ডপের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। এবারের পূজায় বিশেষ করে সিলেটে সাম্প্রদায়িক সম্পীতির বন্ধন আরও শক্তিসালী হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের অজিত কুমার পাল ও তন্ময় দাশ পুরকায়স্থ চপলের সভাপতিত্বে পৃথক সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ পিপিএম।
বাবু রুপক কুমার দে, কানু রঞ্জন দে ও বিষু দে’র পরিচালনায় পৃথক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, পরিদর্শক (তদন্ত) রাম প্রসাদ চক্রবর্তী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল।
পূজা মন্ডপ পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম ফিরুজ আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহনুর হোসাইন, সহ প্রচার সম্পাদক বশির আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভু, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, সাংবাদিক তজম্মুল আলী রাজু, এমদাদুর রহমান মিলাদ, মোহাম্মদ আলী শিপন, নূর উদ্দিন, আবুল কাশেম, পাবেল সামাদ, আব্বাস হোসেন ইমরান।