সিলেট নগরীতে ফুটপাত দখল মুক্ত করতে ফের অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
রবিবার (৬ অক্টোবর) দুপুর পৌনে ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ক্বিন ব্্িরজের নিচ, শারদাহলের সামন, তোপখানা রোড, কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। সিসিকের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এ অভিযান চালান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
নগরীর ক্বিন ব্্িরজের নিচ থেকে শুরু হওয়া অভিযানে বেশ কয়েকটি চটপটি ভ্যান ও ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান জব্দ করা হয়। অভিযানে ট্রাফিক পুলিশের সদস্যরা মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে ছিলেন। এ সময় তোপখানা রাস্তার উপর রং পার্কিং করে ট্রাক রাখায় অন্ত:ত ১৫টি ট্রাকের বিরুদ্ধে মামলা দায়ের ও ট্রাকগুলো জব্দ করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার এলাকায় অভিযান চালান। এ সময় সড়কের দুই পাশের ফুটপাত দখল করে রাখা বেশ কয়েকটি ভ্যানগাড়ি ও বিপুল পরিমাণ আসবাবপত্র জব্দ করা হয়।
অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী গনমাধ্যমকর্মীদের জানান, “ফুটপাতে জনসাধারণের চলাচলে হকারদের জন্য বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। আদালত ও সিটি কর্পোরেশন থেকে হকারদের উচ্ছেদে বারবার নির্দেশনা দেওয়ার পরও তারা আইন মানছেন না। যার কারণে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল অনেকটা কষ্টসাধ্য হয়ে উঠেছে।”
অভিযানে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি