সোমা মুৎসুদ্দী
এই পূজোতেই কিনে দিবি
নীল রঙ্গেরই শাড়ি
না-হয় যাবো বাবার বাড়ি
দিয়ে তোকে আড়ি
সাথে দিবি নীল চুড়ি আর
নীল রঙ্গেরই দুল
গলার মালা নীল টিপ আর
খোঁপায় গোলাপ ফুল
মিছে কথায় ভুলছি না আর
ওরে পোড়া মিন্সে
হাতে দিবি মিষ্টি খেতে
টাকা আমায় তিনশে
নাই যদি দিস তোর সঙ্গে
করবো না আর ঘর
ডিভোর্স দিয়ে চলে যাবো
শোনরে কিপটে বর।