আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গতকাল ১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে “বয়সের সমতার পথে যাত্রা” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবীণদের সম্মান শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রত্যেক সন্তান তার পিতা-মাতা সহ বড়দের শ্রদ্ধার সাথে সম্মান করবে। ঠিক তেমনি ভাবে বড়দের উচিত শিশুদের ¯েœহ মমতা ও ভালোবাসা দেয়া। এর ফলে সামাজিক মূল্যবোধ সৃষ্টি হবে, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরী হবে। পারস্পরিক বন্ধন যত আন্তরিক হবে, পরিবার ও সমাজ তত বেশী উপকৃত হবে। তাই আসুন আমরা বয়স বৈষম্য ভুলে একে অপরের প্রতি মমত্ববোধ ও ভালোবাসার বন্ধন দৃঢ় করি।
প্রবীণ হিতৈষী সংঘ সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
জেলা শিল্প কলা একাডেমীর কালচারাল অফিসার অসিত বরন দাশ গুপ্ত এর সঞ্চালনায় অনষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা শাহ আলম। গীতা পাঠ করেন অনুপ সিংহ। স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন সংঘের সদস্য আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, আলহাজ¦ আতাউর রহমান শমছু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসলাম উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, সহকারী কমিশনার রেহানা আক্তার, সংঘের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, যুগ্ম সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ আলহাজ¦ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট সহ সংঘের নেতৃবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
দিবস পালন উপলক্ষে এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীকে মমতাময় ও আমেনা বেগমকে মমতাময়ী পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
এর আগে সকাল ১০টায় সংঘের উদ্যোগে ও সিলেটের জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে র্যালী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি