জগন্নাথপুরে মিড ডে মিলে খেতে ছাত্ররা উৎসাহী হলেও ছাত্রীদের অনীহা

10

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে মিড ডে মিলে দুপুরের খাবার খেতে ছাত্ররা উৎসাহী হলেও ছাত্রীদের মধ্যে অনীহা দেখা দিয়েছে।
জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দুপুরের খাবার মিড ডে মিল উদ্বোধন হয়। তবে উদ্বোধনের পরের দিন থেকে ছাত্রীদের মধ্যে অনীহা দেখা দেয়। ২৮ সেপ্টেম্বর শনিবার স্কুলের শুধু ৮ জন শিক্ষক তাদের নিজের টাকায় স্কুলে রান্না করে খেয়েছেন। তবে স্কুলের ৩২০ জন ছাত্রীর মধ্যে কেউ খায়নি।
এ ব্যাপারে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায় বলেন, মেয়েরা খেতে না চাইলে তো আমাদের কিছুই করার নেই। এরপরও মিড ডে মিল চালু রাখার জন্য স্কুলে খেতে তাদেরকে বুঝানো হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিড ডে মিলে সরকারি কোন বরাদ্দ নেই। শিক্ষকরা জনপ্রতি ৩০ টাকা ও ছাত্রীরা জনপ্রতি ২০ টাকা দিতে হয়। এই টাকায় মিড ডে মিলে দুপুরের খাবার আয়োজন করা হয়। এক্ষেত্রে ছাত্রীরা টাকাও দিচ্ছে না, আবার খেতেও চাইছে না।
এদিকে-গত ১৫ সেপ্টেম্বর জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মিড ডে মিল উদ্বোধন হওয়ার পর থেকে চলছে। এ ব্যাপারে স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছায়াদ আলী বলেন, আমার স্কুলের ৩৫০ জন ছাত্রের মধ্যে ২৫০ জন ছাত্র প্রতিদিন ব্যাপক উৎসাহের সাথে মিড ডে মিল দুপুরের খাবার খাচ্ছে। এখানে কোন সমস্যা নেই।