আম্বরখানা থেকে শাহী ঈদগাহের ফুটপাত দখল মুক্ত করতে উপ-পুলিশ কমিশনার বরাবরে আবেদন

15

সিলেট নগরীর আম্বরখানা থেকে শাহী ঈদগাহের ফুটপাত মুক্ত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) বরাবরে আবেদন করেছেন শাহী ঈদগাহ এলাকাবাসী।
আবেদনপত্রে উল্লেখ করা হয়- নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা আম্বরখানা হতে শাহী ঈদগাহ পর্যন্ত অবৈধ ফুটপাত ও যত্রতত্র যানবাহন পার্কিংয়ের ফলে সর্বক্ষণ তীব্র যানজট লেগে থাকে। আম্বরখানা পয়েন্ট সংলগ্ন বিভিন্ন ফুটপাতে যত্রতত্র বাণিজ্য ও যেখানে সেখানে সিএনজি অটোরক্সিাসহ অন্যান্য যানবাহনের পাকিংয়ের ফলে এখানে সাধারণ পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটে।
ইতোমধ্যে আম্বরখানা ও শাহী ঈদগাহ এলাকার বিভিন্ন মুরব্বিরা বার বার পুলিশের হস্তক্ষেপ কামনা করলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। বিধায় অপরাগ হয়েই তাঁরা ট্রাফিক বিভাগে আবেদন করেন। বিজ্ঞপ্তি