রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর ২৪তম রোটারিয়ান কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

8
রোটারিয়ান মরহুম কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করছেন মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোহাম্মদ মকন মিয়া সহ ক্লাবের নেতৃবৃন্দ।

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর স্থায়ী প্রজেক্ট ২৪তম রোটারিয়ান কামাল উদ্দিন স্মৃতিবৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ সুরমার মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজে দিনব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ম শ্রেণীর ইংরেজি ও গণিত বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ১৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকালে প্রধান অতিথি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ১নং মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মখন মিয়া। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের একটি প্রতিনিধি দল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আলম, ২৪তম কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি কমিটির চেয়ারম্যান রোটারিয়ান এম এ রহিম, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ আলী হোসেন ও রোটারিয়ান মোঃ এমদাদ হোসেন। পরীক্ষা বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজ অধ্যক্ষ শহিদুর রব, উপাধ্যক্ষ আব্দুল মালিক রাজু, শিক্ষক মকবুল হোসেন কয়ছর, সাখাওয়াত হোসেন আকন্দ, মোঃ কামরুজজামান, রেহানা পারভিন মুক্তা, মোঃ আসাদুজ্জামান, জাহের আহমদ, নাঈম ও খালেদা বেগম লাকি। বিজ্ঞপ্তি