এই ঋতুতে প্রকৃতিকন্যা নতুনরূপে সজ্জিত হয়। গাছে গাছে নতুন কচি পাতার আগমন ঘটে। শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার আবাসে চারিদিক লাল রাঙ্গা হয়ে পড়ে। বাঙালির বার মাসে তের পার্বণ সংস্কৃতির এক অপার নিদর্শন বসন্তবরণ। ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত বরণে বাঙালি সর্বদাই সচেষ্ট। করোনাজনিত বিধি-নিষেধের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে জেলা শিল্পকলা একাডেমি সিলেট সোমবার গান ও নৃত্যের বর্ণিল পরিবেশনায় বরণ করলো ঋতুরাজ বসন্তকে। বসন্ত বরণ উপলক্ষে বিকাল ৫টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করা হয়। জেলা কালচারাল অফিসার অসিতবরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী, নিশিতা ফুডসের ব্যবস্থাপনা পরিচালক প্রতীক পাল, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুক্তি বড়ুয়া, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক পূর্ণিমা দত্ত রায়, অরুণ কান্তি তালুকদার এবং প্রাক্তন প্রশিক্ষক প্রসেনজিৎ দে শিপলু। আবৃত্তি শিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় উৎসবের সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য বিভাগ, শিল্পাঙ্গণ সিলেট, একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্ট সিলেট ও ছন্দনৃত্যালয় সিলেট এবং একক পরিবেশনায় ছিলেন বিরহী কালা মিয়া, গৌতম চক্রবর্ত্তী, পল্লবী দাস মৌ ও তমাপাল। অনুষ্ঠানটি একই সঙ্গে জেলা শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজে সরাসরি সম্প্রসারিত হয়। মনোমুগ্ধকর পরিবেশনা ও বর্ণিল আয়োজনে বিমোহিত আগত সকল দর্শক। বিজ্ঞপ্তি