বঙ্গবন্ধু হলেন আমাদের ইতিহাস, বর্তমান-ভবিষৎ — নুরুল ইসলাম নাহিদ এমপি

46
সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন আমাদের ইতিহাস, বর্তমান ও ভবিষৎ। স্কুল জীবন থেকে বঙ্গবঙ্গু ছিলেন একজন সংগঠক। তিনি ছিলেন অসীম সাহসের অধিকারী। ভাষা আন্দোল থেকে তার সাথে আমার রাজনীতি শুরু হয়। পাকিস্তানিদের শোষণ, নির্যাতন, বঞ্চনা থেকে মুক্তির জন্য ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে আন্দোলন সংগ্রাম শুরু হয়। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল মুক্তিযুদ্ধের মূলমন্ত্র। ঐ ভাষণের পর থেকে বাঙালি জাতি অধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আমার দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করি।
সাবেক শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পরাজয় মেনে নিতে পারেনি পাকিস্তানিরা। তারা গভীর ষড়যন্ত্র করে তাদের দোসর আল বদর, আল সামছ দ্বার বঙ্গবন্ধুকে সহ পরিবারে হত্যা করে বাংলাদেশেকে তাদের ধারায় নিতে তৎপর হয়ে উঠে। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ফিরে আসে। তার সুযোগ্য নেতৃত্বে যুদ্ধপরাধীদের ফাঁসি কার্যকর হয়। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেন এবং দেশকে দ্রুত গতিতে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাবেক শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক অনুষ্ঠানে অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন – সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্ত, সিলেট শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো: জাহাঙ্গীর কবির আহমদ, শিক্ষা অধিদপ্তের নির্বাহী প্রকৌশলী মো: নজরুল হাকীম, জেলা শিক্ষা অফিসার অনির কৃষ্ণ মজুমদার, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন ও স্কুলের শিক্ষক –শিক্ষিকাবৃন্দ।
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ’ কে জানি অনুষ্ঠানে সাবেক শিক্ষামন্ত্রীকে প্রশ্ন পর্ব অনুষ্ঠানে ছিলেন, স্কুলের শিক্ষার্থী মারিয়া বিনতে শরীফ, সাবা নাজিফা, অন্বেষা চৌধুরী অহনা, ফারহানা আফরিন, রাজর্ষি দাস, লাবীবা ফাইরুজ, অহনা রাণী মুনা, মাহজাবিন মাহদী সোহা, শেখ নুজহাত হোসাইন, সুমাইয়া সাদিকুন রহামন। সঙ্গীত পরিবেশনের মধ্যে অনুষ্ঠানের শেষ হয়। অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীরা সাবেক শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জাননা। -বিজ্ঞপ্তি