রোটারি ডিষ্ট্রিক ৩২৮২ এর গভর্ণর লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীর বলেছেন, গরীব অথচ মেধাবী শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। রোটারি ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটি এই মহতি কার্যক্রমে এগিয়ে এসেছে। তাদের মাধ্যমে দুএকজন দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থী যদি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে উপকৃত হয়, তবেই রোটারির কার্যক্রম সফল হবে।
তিনি ২৩ সেপ্টেম্বর সোমবার নগরীর জিন্দাবাজার রাজা ম্যানশনে রোটারি ক্লাব সিলেট অরেঞ্জ সিটির ফ্রি স্থায়ী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ওমর খৈয়ামের সভাপতিত্বে ও ক্লাব ট্রেইনার রোটারিয়ান এ. কে. এম. শামসুল হক দিপুর পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রোটারি ডিষ্ট্রিক ৩২৮২ এর পাস্ট ডিষ্ট্রিক গভর্ণর রোটারিয়ান দিলনাশিন মোহসীন, গভর্ণর নমিনী রোটারিয়ান আবু ফয়েজ চৌধুরী, ডিষ্ট্রিক ট্রেজারার রোটারিয়ান মিজানুর রহমান, এসিস্টেন্ট গভর্ণর রোটারিয়ান জাকারিয়া ইফতেখার শামীম, গ্যালাক্সি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট নাজিম উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব অরেঞ্জ সিটির ক্লাব সেক্রেটারী রোটারিয়ান সুজন কুমার দাস, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান শাহীন আহমদ, চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান ডালিয়া হক লাবনী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মুজিবুর রহমান, রোটারিয়ান ইঞ্জিনিয়ার জাবেদ আহমদ, রোটারিয়ান আমান উদ্দিন আহমদ, কম্পিউটার প্রশিক্ষক রোটারিয়ান ফয়সল রবিন, রোটারিয়ান মেজবাক আলী ও রোটারিয়ান রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি