ওড়াউড়ি

16

আব্দুল মালেক জাগরণী

থাকত যদি দুটো ডানা হায়
যেতাম আমি উড়ে উড়ে
সাদা মেঘের গাঁয়।
ডানা আমার নাই
ওড়াউড়ি ঘুরাঘুরি
তাই বলে কী বন্ধ রাখা যায়!

আঁকছি খাতায়
গাছের পাতায়
নীল আকাশের ছবি
নিকেল করা সকাল বেলা
উঠলো হেসে রবি।

হাসির জোয়ার
খুললো দোয়ার
উঠলো জেগে ধরা
আপন হাতে গড়া
এই তো আমার খুশির ডানা
উড়তে এখন কেউ করে না মানা।