ত্যাগের নাজরানা পেশ করে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে —– মাওলানা আতিকুর রহমান

28

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান বলেন, খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দেশ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ধর্ষণ, খুন, গুম নির্মূল করতে সক্ষম। তাই শান্তিময় একটি দেশ গড়তে হলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। সুতরাং দলের সকল নেতাকর্মীদের ত্যাগের নাজরানা পেশ করে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয় পড়তে হবে।
তিনি গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখা পুনর্গঠন উপলক্ষে শূরা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত শূরা বৈঠকে ২০১৯-২০ সেশনের জন্য মাওলানা শমশের আলীকে সভাপতি ও মাওলানা আনহার উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ উপজেলা শাখা পুনর্গঠন করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী। নবগঠিত কমিটিতে আরো যারা দায়িত্ব পেয়েছেন-সহ-সভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্দুল গণি আনছারী, সহ-সভাপতি ছালিক আহমদ, সহ-সভাপতি হাফিজ নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান ও মাওলানা আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান আলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আনছারী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা হাফিজ উদ্দিন খান, সহ-প্রচার সম্পাদক হাফিজ আলী আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা জুনেদ আহমদ, প্রকাশনা সম্পাদক মাওলানা আফরুজ আলী, সহ-প্রকাশনা সম্পাদক মো: আমিনুল ইসলাম তুহিন, দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল আলী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সদস্য-ইলিয়াছ হাবিবী, মাওলানা নূর উদ্দিন আল মামুন, মাওলানা আনোয়ার আলী, হাফিজ ফারুক উদ্দিন, মাওলানা সাদিকুর রহমান। বিজ্ঞপ্তি