দিরাইয়ে আন্ত:জেলা ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার

29

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের দিরাইয়ে ৯ আগষ্ট দিবাগত রাতে দিরাই বাজারস্থ বসন বিপণী দোকান ঘরের উপরের টিন কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে নগদ টাকা মোবাইল, মোবাইল কার্ড, সিগারেট ও কসমেটিক চুরি করে।
গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ কে এম নজরুল এর নেত্বত্বে শনিবার দিবাগত রাতে এসআই রূপক কর্মকার, এসআই জিয়াউল করিম, এসআই জহর লাল দত্ত, সঙ্গীয় ফোর্সসহ দিরাইর গচিয়া এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ জেলার কুখ্যাত ডাকাত বিশ্ববনাথ উপজেলার বৈরাগিগাঁও গ্রামের হোসেন খার ছেলে সুজন আহম্মদ সেবুল(২৮) কে গ্রেফতার করেন।
তার তার কাছ থেকে চোরাইকৃত মোবাইল ফোন ও ৫ কলি সিগারেট উদ্ধার করা হয়।
জানা যায়, ডাকাত সুজন আহম্মদ সেবুল এর বিরুদ্ধে দিরাই থানার মামলা নং-১১, তারিখ-২০/০১/২০১২খ্রিঃ, ধারা-৩৯৭/৩৯৫ পেনাল কোড, ছাতক থানার মামলা নং-০৩, তারিখ-০১/০৮/২০১১খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭, মামলা নং-২৯, তারিখ-২৬/১০/২০১১খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭, মামলা নং-০১, তারিখ-০২/০১/২০১২খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড, ছাতক থানার মামলা নং-১৯, তারিখ-২১/০১/২০১২খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, এবং বিশ্বনাথ থানার মামলা নং-০২, তারিখ-০৩/১০/২০১৭খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭, বিশ্বনাথ থানার মামলা নং-১৫, তারিখ-১৯/০২/২০১৫খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড সহ মোট ৭টি ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।