স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি কর্পোরেশনে সদ্য সংযুক্ত করা মিনি রিসাইকেল জেট এন্ড সাকার মেশিনে নগরীর বিভিন্ন নালা নর্দমা পরিষ্কার করা হচ্ছে। নগরীর ছোট ছোট যেসব নালা বা ছড়ায় এস্কেভেটর পৌছানো সম্ভব নয়, সেসব নালায় এই সাকার মেশিন ব্যবহার করা হয়। নালায় জমে থাকা ময়লা, আবর্জনা, বালুকে কাদায় পরিনত করে মেশিনের ৯ হাজার লিটারের ধারণ ক্ষমতার ট্যাংকে তুলে নেয়া হয়। অত্যাধুনিক প্রযুক্তিগত এই মেশিনে অল্প সময়ে নালা পরিস্কার সম্ভব। গত ফেব্র“য়ারী মাস থেকে মিনি রিসাইকেল জেট এন্ড সাকার মেশিনে নগরীর বিভিন্ন নালা পরিষ্কারের কাজ শুরু করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর হাওয়া পাড়া এলাকার জলাবদ্ধতা দূর করণে ময়লা, আবর্জনায় বন্ধ হয়ে যাওয়া নালায় পরিষ্কার অভিযান চালানো হয়।