হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ও উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে জখমের ঘটনায় তালিকাভুক্ত সন্ত্রাসী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুসার মা এবং তার তিন বোনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি জানান। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মুসার মা সামছুন্নাহার (৫০), বোন মৌসুমী আক্তার (২৬), শাম্মী আক্তার (২২) ও তন্নী আক্তার (১৯)।
ওসি ইকবাল হোসেন জানান, দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত থাকায় বৃহস্পতিবার রাতেই তাদের আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, শীর্ষ সন্ত্রাসী মুসাকে গ্রেফতারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানানি তিনি।