স্টাফ রিপোর্টার :
সারাদেশের মতো সিলেটেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মঙ্গলবার পালিত হয়েছে পবিত্র আশুরা। এ উপলক্ষে সারাদেশে ধর্মীয় ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে ছিল আশুরার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা, ওয়াজ ও মিলাদ মহফিল। এছাড়া পুরান ঢাকাসহ সারাদেশে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয় এদিন। ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন।
ইসলামী বিশেষজ্ঞরা বলছেন মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ পবিত্রতম দিবস। ১০ মহরমে অনেক ফজিলতময় ঘটনা ঘটেছে। হিজরী ৬১ সনে আশুরাদিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর নাতি হযরত ইমাম হোসাইন (রাঃ) এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হোসাইনের (রাঃ) আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়।