করোনা ভাইরাসজনিত কারণে সরকারি-বেসরকারি সামাজিক অনুষ্ঠানাদি বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত ডেকোরেটার্স সমূহে সরকারি অনুদান অথবা সহজ শর্তে এবং বিনাসুদে ঋণ প্রদানের দাবি জানানো হয়েছে। গতকাল (১৬ জুন) মঙ্গলবার সকালে ‘দক্ষিণ সুরমা ডেকোরেটার্স ও সাউন্ড সিস্টেম মালিক সমিতি, সিলেট’র পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে দেয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে অনুরূপ পৃথক একটি স্মারকলিপি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরেও হস্তান্তর করা হয়েছে। স্মারকলিপির অনুলিপি দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সুরমা নদীর দক্ষিণ পারে অবস্থিত সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ডের ৪ জন কমিশনার বরাবরেও পাঠানো হয়েছে। পেশকৃত স্মারকলিপিতে ৫ দফা সমস্যা এবং এর প্রতিকারে সুপারিশমালা তুলে ধরা হয়েছে।
‘দক্ষিণ সুরমা ডেকোরেটার্স ও সাউন্ড সিস্টেম মালিক সমিতি, সিলেট’র সভাপতি মোঃ সাজ্জাদ মিয়া ও সাধারণ সম্পাদক রকিব আহমদের নেতৃত্বে সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে স্মারকলিপি হস্তান্তরকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সদস্য সিয়াম আহমদ খোকন, মোঃ টিপু সুলতান, মোঃ রাসেল আহমদ, দেলওয়ার হোসেন, আবুল হোসেন খান, সাইফুল ইসলাম, শাহীন আহমদ (১) মোঃ লিপু সুলতান, শাহীন আহমদ (২), শায়েক আহমদ, আমিনুর রহমান চৌধুরী শিফতা, জাবেদ আহমদ, মতিউর রহমান (মতিক), আতাউর রহমান, মতিউর রহমান সিতাব, তাজউদ্দিন আহমদ এপলু বক্স, লিলু মিয়া, শায়েস্তা মিয়া, সেবুল মিয়া, সানোয়ার হোসেন খান অনিক প্রমুখ। বিজ্ঞপ্তি